
শীতের আগমনী বার্তা। ছবিটি রাজধানীর টঙ্গি এলাকার। ছবিঃ কাউসার আহমেদ
হেমন্তের শেষভাগে শীতের আমেজ থাকলেও ইট-পাথরের ঢাকায় তা টের পাওয়া ভার। তবে নদী অববাহিকা এলাকাগুলো রাত থেকে সকাল অবধি কুয়াশায় ঢাকা পড়ছে। কুয়াশার চাদরে ঢাকা সকালে চারদিকে শুধুই সাদা ও নীরস প্রকৃতির হালকা অন্ধকার। দিগন্তজুড়ে যতদূর চোখ যায় সাদা সাদা জমাট বাঁধা বিন্দুর আবরণে ঢাকা রয়েছে শীত নামের এক ভয়ানক দৈত্যরাজ ঋতু শীত। হিম হিম অনুভব, এ যে শীতের আহবান। গত কয়েকদিন ধরে প্রকৃতিতে সেই আবহাওয়াই বিরাজমান।
প্রকৃতির বিচিত্র উপাদান ও অনুষঙ্গের মাঝে উল্লেখযোগ্য ঋতুটিই শীত। শীতের সঙ্গে মানুষের সম্পর্ক বন্ধু ও বন্ধুর উভয় ধরনের। শীত সেটা কারো জন্য কষ্টের আবার কারোর জন্য মজার। শীতের নানা উপহার ও উপচার মানুষকে দেয় পরম প্রশান্তি। অপরদিকে তীব্র শীত আনে দুঃসহ কষ্ট। হেমন্তের পর শীতের আগমন। আজকের আবহাওয়া জানান দিচ্ছে শীত এসে পৌঁছেছে বাঙালীর কুঁড়েঘরের দরজায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিই যেন শীতের পথ প্রদর্শক। বাইরে মেঘলা আকাশ, বইছে মৃদুমন্দ উত্তরের হিমেল হাওয়া। নতুন আরেকটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি, ভাবতে ভালোই লাগছে। শীত মানেই তো হাঁড়িভরা মিষ্টি খেজুর রস, রসে ভেজানো মায়ের হাতে তৈরি নানা রকমের স্বাদে ভরা পিঠা, সকালের শিশিরভেজা ঘাস, প্রচণ্ড ঠান্ডায় আগুন জ্বেলে আগুন পোহানো। এমন আরো কত কি। এ যেন অপরূপ বাংলার চিরচেনা রূপের একটি অনুসঙ্গ।
এছাড়া গ্রাম বাংলায় চোখ মেললেই দেখা যাচ্ছে শীতকালের ফসল গম, আলু, টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, সরিষাসহ নানা রকমের রবিশস্য চাষাবাদের ব্যাপক প্রস্তুতি। কৃষকরা লাঙল কাঁধে নিয়ে জমিতে গিয়ে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন ফসল চাষের জন্য। কুয়াশার মধ্যেই দেখা যাচ্ছে আবহমান বাংলার চিরচেনা এসব দৃশ্য।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / সাদিয়া শারমিন
Leave a Reply