জেলার রামগড়ে টয়েলেটে পড়ে যাওয়া মুঠোফোন তুলতে গিয়ে এক ব্যাক্তির মৃতু হয়।পুলিশ ও স্হানী সুত্রে জানা গেছে রামগড় ২ নংওয়াড়ের পৌর এলাকার বাসিন্দা ছায়া রানী শীলের মেয়ে সীমা রানী শীল টয়েলেট ব্যাবহার করতে গেলে হাতে থাকা মুঠোফোন টি টয়েলেটে পড়ে যায় পরে ফোনটি তুলতে মরণ মালাকা নামে এক ব্যক্তি কে ডেকে আনা হয়।
৬ শত টাকা দেওয়া হবে ফোন তুলে দিলে এমন কথা র্বাতা হয় শনিবার আনুমানিক ৫.৩০ সময় ঐ টয়েলেটের র্গতে নেমে পড়েন ফোন তুলার জন্য র্গতের ভিতরে বিষাক্ত গ্যাসে শাসরৌদ্র শুরু হলে বাচাও বাচাও বলে চিৎকার দিতে থাকে কিন্তু ঐ সময় বাড়িতে পুরুষ কেউ না থাকাতে গভির র্গত থেকে তাকে উদ্ধার করা সম্বব হয়নি মহিলাদের পক্ষে।
এর কিছু ক্ষণ পরে সারাশব্দ বন্ধ হয়ে যায় তার এক প্রতি বেশীর সুত্রে জানা গেছে র্গতে নামার আগে মরণ মালাকা মদ্য পান অবস্থায় ছিলেন পরে খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের র্কমী ও পুলিশ ঘটনা স্থলে যায় ফায়ার র্সাভিসের উদ্ধার র্কমী আরমান উদ্দিন জানান মরণ মালাকা বেঁচে নেই র্গতটি প্রায় ১৫ ফোঁট গভির টয়েলেটে বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর ফায়ার র্সাভিস উদ্ধার র্কমী রা মৃত দেহটি উদ্ধার করেন তিনি বলেন ঐ র্গতে অক্সিজেন দিয়ে তার পর লাশ উদ্ধার করতে হয়েছে এতে অনেক সময় লেগেছে।এদিকে স্হানী সুত্রে জানা গেছে নিহত মরণ মালাকা (৫০) রামগড় পৌরসভার র্গজণতলীর এলাকার বাসিন্দা মৃত চন্দ মোহন মালাকার ছেলে ।রামগড় থানার সহকারী পরির্দশক (এস আই) মজিবুর রহমান বলেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে পরর্বতি পোষমটেম সহ আইনি ব্যাবস্হা নেয়া হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply