খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ চার জন নিহত হয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলা এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গার রাড়িপাড়া নামক স্থানে বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের খুলনাগামী যাত্রীবাহী বাস ও খুলনা থেকে যশোরমুখী প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডা. শাহাদাত হোসেন (৬৫), ডা. মোজাম্মেল হোসেন (৬১) এবং প্রাইভেট কার চালক জাহাঙ্গীর হোসেন (৪২) নিহত হন। চিকিৎসক দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক ছিলেন।
এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি নিজেদের জিম্মায় নিয়েছে। এ সময়ে বাস চালক বাস রেখে পালিয়ে যায়। দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, সোমবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের নরনিয়া নামকস্থানে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম যশোরের কেশবপুরের ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply