
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের গাজী আবাসিক হোটেলে শিখা ওরফে মুক্তা বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে সাকিব (২৩) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট) খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকিব বগুড়ার শাহজাহানপুর উপজেলার সোনাইদিঘি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। নিহত মুক্তা বেগম খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামের আব্দুল খালেক ফকিরের মেয়ে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় গাজী আবাসিক হোটেলে শিখা ওরফে মুক্তা বেগমকে শ্বাসরোধে হত্যা করে সাকিব। খবর পেয়ে পরদিন সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ডুমুরিয়া থানার উপপরিদর্শক মো. রুহুল আজম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নিমাই চন্দ্র কুণ্ডু ২০১৮ সালের ৩০ মার্চ সাকিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৯ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাকিব পলাতক।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply