কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়ার মিরপুরে সুমন আহমেদ (৩৫) নামে ভুয়া এনএসআই পরিচয় দানকারী একজনকে আটক করা হয়েছে। রবিবার (৭এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে তাকে আটক করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।
আটক সুমন আহমেদ নাটোর জেলার বাগাদীপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। মিরপুর উপজেলার সাবেক কমান্ডার নজরুল করিম বলেন, সুমন নামে একজন ব্যক্তি অফিসে এসে মুক্তিযোদ্ধাদের মধ্যে কারা ভাতা পান না, কোন মুক্তিযোদ্ধারা তালিকা থেকে বাদ পড়েছে এসব কাগজপত্র চান। এসময় আমার সন্দেহ হলে পুলিশকে খবর দেই।
পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। প্রতারক সুমনের কাছে অনেক কাগজপত্র, প্রায় ৫০ হাজার টাকা ও একটি খেলনা পিস্তল ছিল। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আটককৃত সুমন সরকারী পরিচয় প্রদান করে বিভিন্ন অফিসে প্রতারণা করে আসছিলো। রবিবার দুপুরে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে নিজেকে এনএসআই এর একজন কর্মকর্তা দাবি করে মুক্তিযোদ্ধাদের কাগজপত্র দেখতে চাই।
পরে মুক্তিযোদ্ধাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করা হয়। ওসি আবুল কালাম জানায়, সরকারী পরিচয় প্রদান করে প্রতারণার অভিযোগে সুমন আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply