স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেলের বিরুদ্ধে তার ছেলেকে খেলোয়াড় সাজিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকা ওপেন টুর্নামেন্ট খেলতে পাঠানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।
গত বুধবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলন এমন অভিযোগ তোলেন স্কোয়াশ ফেডারেশনের নির্বাহী সদস্য হেদায়েত উল্লাহ তুর্কি। তিনি সংবাদ সম্মেলনে চার পাতায় লেখা ২৯টি অভিযোগ পড়ে শোনান। আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর আরো তথ্য।
জাহাঙ্গীর হামিদ সোহেলের বিরুদ্ধে অভিযোগের এখানেই শেষ নয়। অনির্বাচিত হয়েও ১৫ বছর ধরে সাধারণ সম্পাদকের পদ তিনি আকড়ে আছেন। বছরের পর বছর ধরে তিনি আর্থিক দুর্নীতি ও নানান অপকর্ম করে যাচ্ছেন। চমকে যাওয়ার মতো তথ্য হলো, গত ৪ বছরে স্কোয়াশ ফেডারেশনের অফিস খুলেছে মাত্র একদিন!
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা দেখিয়ে সংশ্লিস্ট কাউকে না জানিয়ে ১ কোটি ৬ লাখ টাকার বাজেটও জমা দিয়েছেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল।
এসএ গেমসের ক্যাম্পে র্যাংকিং না মেনেই দেয়া হয়েছে খেলোয়াড়দের বাছাই। খেলোয়াড়দের জন্য প্রতিদিনের বরাদ্দ প্রায় সাড়ে ৮০০ টাকার মধ্যে তাদের দেয়া হচ্ছে মাত্র ৪০০ টাকা। দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজ উদ্যোগ ও খরচেই অংশ নেন খেলোয়াড়েরা। কিন্তু সাধারণ সম্পাদক যান ফেডারেশনের টাকায়।
দেশের কয়েকটি ক্যাডেট কলেজ ও সেনানিবাসে প্রশিক্ষণ ক্যাম্প করে খেলোয়াড়দের টিএডিএসহ অন্যান্য খরচ দেখিয়ে এনএসসি থেকে টাকা তুলে নেন সাধারণ সম্পাদক। অথচ প্রশিক্ষণের সকল ব্যায় বহন করে সেনাবাহিনী। এর জন্য এনএসসি বরাদ্দ দেয় ৫ লাখ টাকা এমনও অভিযোগও সংবাদ সম্মেলনে করা হয়।
সূত্র : ডিবিসি নিউজ
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply