বিগত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে ঘোষিত গণশুনানির জন্য ভেন্যু খুঁজে পাচ্ছে না ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৪ ফেব্রুয়ারি রাজধানীর কোনো সুবিধাজনক স্থানে এ গণশুনানি হওয়ার কথা। কিন্তু বিগত সপ্তাহে ঘোষিত কর্মসূচির ভেন্যুর জন্য রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, জাতীয় প্রেসক্লাব কোনটাই বুকিং দিতে পারেনি ঐক্যফ্রন্ট।
সে কারণে স্থান নির্ধারণ ও পরিস্থিতি মোকাবেলায় রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটি জরুরি বৈঠক করবে। ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুনঃ যৌন হয়রানি কার্ডিনাল পদ হারালেন ম্যাক ক্যারিক
মিন্টু জানান, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পুরানা পল্টনের জামান টাওয়ার কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা মোস্তফা মোহসীন মন্টু, ড. আব্দুল মঈন খান, আ স ম আব্দুর রহমান, কাদের সিদ্দিকী, এ্যাড. সুব্রত চৌধুরী, ডা. জাহেদ উর রহমানসহ সব নেতা উপস্থিত থাকবেন।
তবে স্টিয়ারিং কমিটির মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে থাকায় তাদের বৈঠকে থাকার সম্ভাবনা কম। তারা যদি রোববারের মধ্যে দেশে ফিরে আসেন তাহলে বৈঠকে যোগ দেবেন।
মিন্টু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত কর্মসূচি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানি কিভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্যই এ বৈঠক ডাকা হয়েছে।
ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে পূর্ব নির্ধারিত গণশুনানি জন্য এরই মধ্যেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও জাতীয় প্রেসক্লাব বুকিং দেয়ার জন্য ফ্রন্টের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইনস্টিটিউ মিলনায়তন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে বুকিং দেয়া আছে। মিলনায়তন খালি নেই। আর জাতীয় প্রেসক্লাব বলে দিচ্ছে ওইদিন থেকে সপ্তাহ ব্যাপী প্রেসক্লাবের কোনো মিলনায়তন খালি নেই। এখন রাজধানীর কাজী বশির মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ) বিকল্প হিসেবে আছে। রোববার স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। একই সঙ্গে সরকারের অসহযোগিতার বিষয়ে বক্তব্য রাখা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply