পাকিস্তানের এক সাংবাদিক বন্যা পরিস্থিতি তুলে ধরতে গলা পানিতে নেমে সংবাদ পরিবেশন করেছেন। টিভিতে তার ওই প্রতিবেদনে প্রচারিত হওয়ার পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। একইসঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিককে নিয়েও শুরু হয় আলোচনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই ভিডিও শেয়ার দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউবা লিখেছেন, রিপোর্টারের এভাবে ঝুঁকি নেয়া উচিৎ হয়নি। আবার কেউ কেউ বলছেন, এটা এক ধরনের আহাম্মকি। অবশ্য অনেকে তার প্রশংসাও করেছেন। বলেছেন, তিনি তার কর্তব্য থেকে একটুও সরে আসেননি। ভিডিও থেকে দেখা যায়, গলা পানিতে নেমে কোনমতে কথা বলছেন তিনি।
আশেপাশে অন্য কোনও মানুষ নেই। যতদূর দেখা যায় শুধু পানি আর পানি। এর মধ্যে থেকেই তিনি সংবাদ পরিবেশন করেছেন। গলা পানিতে নামা এই রিপোর্টারের অবশ্য নাম জানা যায়নি। তবে তিনি পাকিস্তানের জিটিভির সাংবাদিক। তিনি মূলত গলা পানিতে নেমে পাঞ্জাব অঞ্চলে চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিচ্ছিলেন। সিন্ধু নদে বাড়তি পানির কারণে ওই অঞ্চলে কী কী ক্ষতি হচ্ছে সেটাও জানাচ্ছিলেন তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply