গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক দুইজনের কাছ থেকে নগদ ৯৮২০ টাকা, দুটি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার শ্রীপুর এলাকার শামীম ও হবিগঞ্জের মালঞ্চপুর গ্রামের সজীব।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, হবিগঞ্জ থেকে মাইক্রোবাসযোগে দুজন মাদক কারবারি গাঁজার একটি বড় চালান নিয়ে গাজীপুর হয়ে রাজশাহীর দিকে যাবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় বাসন থানাধীন ভোগড়া বাইপাসের দক্ষিণে যমুনা ইলেট্রনিক শো-রুমের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসের গতিরোধ করা হয়।
এরপর মাইক্রোবাসটির বডির ভেতরে লুকানো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ১৪ হাজার টাকা।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসে করে যাত্রী বহনের আড়ালে হবিগঞ্জ থেকে গাঁজার চালান সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমা্ন
Leave a Reply