নাটোরের গুরুদাসপুরে যুবককে হাতুড়ি পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে গ্রামের বাড়িতে ছুটিতে আসা এক সেনা সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। ঘটনার পরদিন গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন আহত যুবক সবুজের বাবা মো.দুুদু সরদার।
স্থানীয় সূত্র ও আহত যুবক সবুজের বাবা জানান, আমার ছেলে সবুজ ইলেকট্রিকের কাজ করে আমাদের সংসার চালায়। গত মঙ্গলবার সকালে সবুজ মামুদপুর গ্রামের ঈদগাহ ময়দানের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাকে সেনা সদস্য বুলবুলের বাড়িতে ফ্রিজ মেরামতের কথা বলে তার বাড়িতে নিয়ে যায় এবং গাড়ি থেকে নামতেই তার সঙ্গে থাকা বাবলু মন্ডল, ময়েজ সরদার এবং ঈমন খলিফা মিলে আমার ছেলে সবুজকে এলোপাথারি ভাবে লোহার চেইন,হাতুড়ী,বাটাম দিয়ে পিটিয়ে জখম করে তাদের ঘরে আটকে রাখে। এলাকাবাসী ঘটনা ঘটার কিছুক্ষন পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমার ছেলেকে উদ্ধার করে। তৎখনাত তাকে গুরুদাসপুর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে ভর্তি করালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর অবস্থা দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন। তিনি আরও জানান অভিযুক্ত ব্যাক্তি সেনাবাহীনিতে চাকরি করে সেই ক্ষমতায় তারা আমার ছেলেকে মারধর করে।
অভিযুক্ত সেনা সদস্য শফিকুল ইসলাম বুলবুলের মুঠফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply