হাদীস: আবু রাজা (রা) কর্তৃক বর্ণিত, তিনি বলেন! ইমরান ইবনে হুসায়ন আল খুযাঈ (রা) বলেছেন, নবী করীম (সাঃ) এক ব্যক্তিকে জামাআতে নামায আদায় না করে পৃথক দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি লোকটিকে ডেকে বললেন হে অমুক!
তুমি জামাআতে নামায আদায় করলে না কেন। লোকটি উত্তর দিল! ইয়া রাসূলুল্লাহ! আমার গোসলের প্রয়োজন ছিল কিন্তু পানি পাইনি। তিনি বললেন, তুমি পবিত্র মাটি ব্যবহার করবে। তোমার জন্য যথেষ্ট।
তায়াম্মুমের নিয়ম:
হাদীস: হযরত সাঈদ ইবনে আবদুর রহমান ইবনে আবখা তার পিতা থেকে বর্ণিত, এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব (রা) এর কাছে এসে জানতে চাইলেন, একবার আমার গোসলের প্রয়োজন হলো অথচ আমি পানি পেলাম না।
এমন সময় আম্মার ইবনে ইয়াসির (রা) ওমর ইবনুল খাত্তাব (রা) কে বললেন, আপনার কি সেই ঘটনা মনে আছে, এক সময় আমরা দু‘জন সফরে ছিলাম এবং দু‘জনেরই গোসলের প্রয়োজনীয়তা ছিল। আপনি তো নামায আদায় করলেন না। আমি মাটিতে গড়াগড়ি দিয়ে নামায আদায় করলাম।
অতঃপর আমি ঘটনাটি রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে বললাম। তখন বললেন, তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। এ বলে নবী করীম (সাঃ) দু‘হাত মাটিতে মারলেন এবং দু‘হাতে ফু দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসেহ করলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply