‘খ’ ইউনিটের এক হাজার ২২১ আসনের বিপরীতে আবেদনকারী ৩১ হাজার ৭৯০ জন। যেখানে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৬ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল পৌনে দশটা এবং দুপুর সোয়া দুইটা-এই দুই শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২৭ অক্টোবর)। ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ।
ভর্তিতে জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে মোবাইলসহ সব ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ৩১ অক্টোবর শেষ হবে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply