
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজবাজার এলাকায় লেগুনা চাপায় এক স্কুলশিক্ষার্থী আহতের জেরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা।
শনিবার সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুইপাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
জানা গেছে, পটিয়া এ জে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাজমা আক্তার সকালে স্কুলে যাওয়ার জন্য শিকলবাহা এলাকার বাসা থেকে বের হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজবাজার এলাকায় আসার পর লেগুনার চাপায় আহত হয়।
এ খবর জানার পরই আহতের সহপাঠীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। গাড়ি চালককে আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছে তারা। শিক্ষার্থীদের শান্ত করতে কাজ করছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ জানান, স্কুলছাত্রী আহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply