গতকাল সোমবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশের সঙ্গে এই ‘গোলাগুলিতে’ কাইয়ুম শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ভাষ্যমতে, সোমবার রাত প্রায় আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার চৌকা গ্রামে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কাইয়ুম ও ফিরোজ নামের দুই মাদক ও হুন্ডি ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।
পুলিশের দাবি, নিহত কাইয়ুম একজন মাদক ও হুন্ডি ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
নিহত কাইয়ুম মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আহত ফিরোজ একই গ্রামের কলিমুদ্দিনের ছেলে। অভিযানে গোলাগুলির সময় একজন পালিয়ে যায়।
পরে পুলিশ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যান কাইয়ুম।
মাদকের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে আসতে পারলে মাদক ব্যবসায়ী বড় বড় রাঘব বোয়ালদের ধরে ফেলা সম্ভব হতো।
এই ব্যবসায়ীদের ধরে কঠোর শাস্তি দেয়া না গেলে এইসব মাদক বিরোধী অভিযান পুরোপুরি সফলতার মুখ দেখবে না। তাই এ বিষয়টাতে গোয়েন্দা পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো উচিৎ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply