দিনাজপুরের হাকিমপুরে ভিজিডির চাল আত্মসাতে সম্পৃক্ত থাকার অভিযোগে ও দলের সুনাম ক্ষুণ করায় আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের মাসিক বৈঠকে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিন্ধান্ত গৃহীত হয়।
হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুস্থ নারীদের দেওয়া ভিজিডির চাল আত্মসাতের ঘটনায় আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। আর এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কারের সিন্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৯ এপ্রিল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদেশে পুলিশ আলিহাট ইউপির চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে ভিজিডির ২০ হাজার নয়শ ৪০ কেজি চাল আত্মসাতের ঘটনায় আটক করে। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে আদালতে সোপার্দ করেল আদালত চেয়ারম্যানকে জেলহাজতে পাঠান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply