রুবেল সরদার,বাবুগঞ্জ প্রতিনিধি : আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বাবুগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সম্মানিত সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে ওহাব। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিনিয়র নেতৃবৃন্দের নিকট দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন।
ফারজানা বিনতে ওহাব বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, উপজেলা পরিষদের প্রথম ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খানের সুযোগ্য কন্যা। তিনি গত ২০০৯ সালে শতকার ৭৫ ভাগ ভোট পেয়ে বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলন এবং দীর্ঘ ৫ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ভালবাসা ও মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ফারজানা বাবুগঞ্জের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান যিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেও সকলের আস্থা অর্জন করেছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে ব্যক্তিগত উদ্যোগে ফারজানা এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজের নজির স্থাপন করেছেন।
যার মধ্যে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ খাল খনন, ভূগর্ভস্থ সেচনালা স্থাপন, রাস্তাঘাট স্থাপন , ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা নির্মাণ এবং টিআর, কাবিখা, কাবিটাসহ সকল সরকারি অনুদান যথাযথ ভাবে বন্টন করেছেন যেমনটি করেছিলেন তার প্রয়াত পিতা আব্দুল ওহাব খান। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ফারজানা জনসেবামূলক কাজে তথা জনপ্রতিনিধিত্ব করার বাসনায় নির্বাচনে আসেন। জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে তিনি গত কয়েক বছরে বিশেষ করে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়, হাট বাজার, মসজিদ, মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দান অনুদানে যথেষ্ট সহায়তা করেছেন। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে যেমন-চাঁদপাশা ইউনিয়নে পানি ব্যবস্থাপণা সমবায় সমিতি, বাবুগঞ্জ বাজার
উন্নয়ন, জাহাঙ্গীরনগর ইউনিয়নে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ঈদগাহ মাঠ উন্নয়ন, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন, মাধবপাশা মোসলেম আলী খান দাখিল মদ্রাসা উন্নয়ন, পূর্ব দেহেরগতি ওফাজ উদ্দিন হাওলাদার বাড়ি মসজিদ উন্নয়নসহ প্রায় ৫০টি প্রকল্পে অন্তত কোটি টাকা অর্থ বরাদ্দে সহায়তা করেছেন। রয়েছে অসংখ্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও দরিদ্র অসুস্থ্যদের চিকিৎসা সহায়তা প্রদান। নির্মাণ অসম্পন্ন বাবুগঞ্জ উপজেলা ডাকবাংলোটি দীর্ঘ বছর যাবৎ পরিত্যাক্ত অবস্থায় ছিল। তিনি তার বিশেষ উদ্যোগে জেলা পরিষদের সহায়তায় অসমাপ্ত নির্মাণ কাজ সম্পন্ন করে তা ব্যবহারের যোগ্য করে তুলেছেন। বেশ কিছু বেদখল হওয়া সরকারি জমি ও পুকুর অবমুক্ত করে ১ কোটি টাকা বরাদ্দ এনে ওয়াক ওয়ে পদ্ধতিতে ব্যবহার যোগ্য করে তুলেছেন।
এ প্রসঙ্গে ফারজানা বিনতে ওহাব বলেন-আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে জড়িত আছি। এবার বাবুগঞ্জ উপজেলা চেয়্যারম্যান পদে মনোনয়ন চাইবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিন বঙ্গের অভিভাবক, আমার প্রিয় নেতা আলহাজ্জ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ যোগ্য মনে করলে ও নারীর ভবিষ্যৎ নিশ্চিত করণের জন্য অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। আমি আওয়ামী লীগের মনোনয়ন পেলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন হয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবো। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবে তা মেনে নেব । তিনি আরো বলেন আমি- অত্র এলাকার উন্নয়নে, সাধারণ মানুষের কল্যাণে এবং সেবায় কাজ করার সুযোগ পেতে পারি সকল শ্রেনি পেশার মানুষের নিকট দোয়া কামনা করি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply