ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে সামনে বা দূরের ছবি দেখাতে সক্ষম চশমা আবিষ্কার করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের দাবি, ‘অটোফোকাস’ প্রযুক্তিনির্ভর চশমাটিতে বিশেষ ধরনের কাচ ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করতে পারে।
অর্থাৎ ব্যবহারকারীরা সামনে বা দূরের কোন বস্তু দেখতে চায়—তা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সেই বস্তু স্পষ্টভাবে দেখাবে। ফলে বর্তমানের মতো সামনে বা দূরের ছবি দেখার জন্য চশমায় আলাদা দুটি অংশ ব্যবহার করতে হবে না।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply