
দক্ষিণ ভারতের সিনেমায় নবাগতা অভিনেত্রী “প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার”এর প্রথম সিনেমার একটি গানের ভিডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি দেখে মুগ্ধ হননি এমন কাউকে পাওয়া যাবে না। সবাই যেন ক্রাশ খেয়েছেন প্রিয়া প্রকাশের প্রতি।
ভিডিওটির দৃশ্যে দেখা গেছে যে- এক শিল্পী স্কুলের একটি অনুষ্ঠানে গান গাচ্ছেন। আর সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা সেটা মন দিয়ে গান শুনছে। হঠাৎ এক ছাত্রীর চোখ পড়ে যে- তার দিকে তাকিয়ে আছে আরেক ছাত্র। সেসময় শুধুমাত্র ভুরু নাচিয়ে কয়েক সেকেন্ডের ভাব বিনিময় হয় দু’জনের মধ্যে। তারপরে ওই ছাত্রের দিকে তাকিয়ে চোখ মারে মেয়েটিও। মেয়েটির ঠোট চাপা হাসি এমন অঙ্গভঙ্গি দেখে আনন্দে আত্মহারা হয়ে আরেকজনের উপর পড়ে যাচ্ছিল ছাত্রটি।
ওই ভিডিও ক্লিপটির কারণে ভারতে সবচেয়ে বেশিবার সার্চের তালিকায় প্রিয়া প্রকাশের নাম উঠে এসেছে ইন্টারনেটে । এমনকি শুধু ভারত নয় পাকিস্তান কিংবা বাংলাদেশ সহ অন্যান্য দেশেও সমান জনপ্রিয় হয়েছে ভিডিওটি। প্রিয়া প্রকাশ অভিনীত ‘ওরু আদার লাভ’ নামের ওই ছবিটি এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সাথে এক সাক্ষাৎকারে প্রিয়া প্রকাশ জানিয়েছেন, তিনি কল্পনাও করতে পারেননি যে এই ভিডিওটি এরকম আলোড়ন তুলতে পারবে। তিনি বলেন, ‘এটা রাতারাতি হয়েছে। আমি তো এরকম কিছু আশা করিনি। আমরা ভেবেছিলাম ভিডিওটা হয়তো শুধু কেরালাতে আড়োলন তুলতে পারে। কিন্তু আমরা কখনোই ভাবিনি যে এটা এমন আন্তর্জাতিক পর্যায়েও চলে যেতে পারে।’
ওই সাক্ষাৎকারে প্রিয়া প্রকাশ আরও বলেন, “লোকজন এই চোখ মারা নিয়েই বেশি কথা বলেছে। তারা আমাকে ‘চোখ মারার রানী’, ‘চোখ মারার সেনসেশন’ সহ বিভিন্ন নামেও ডাকছিলো।” সোশ্যাল মিডিয়া না থাকলে ওই ভিডিওটি ভাইরাল হতো না বলে তিনি দাবী করেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply