রাকিবুজ্জামান, রংপুর প্রতিনিধিঃ ছাগল পালন এখন বানিজ্যিক প্রজেক্ট হিসাবে বেশ লাভজনক হয়েছে। অনেকেই চাচ্ছেন ছাগল খামার করার জন্য, তাদের জন্য এই লেখা
খামার করার পুর্বে করনীয়:
১। নিজের ক্যাপাসিটি বিবেচনা করে একটি প্লান করা
২। মুলধন কে ৪ ভাগে ভাগ করে
ক) জমি এবং বাসস্থান এর জন্য
খ) ঘাসের জমি
গ) ছাগল ক্রয়
ঘ) খাবার,ওষুধ ও আপদকালিন সময়ের ব্যাকআপ
৩) যতগুলি ছাগল আপনি ক্রয় করতে চাচ্ছেন তার দিগুন বা তিন গুন ক্যাপাসিটির ঘর প্রস্তুত করন এবং প্রাথমিক থাকার ঘর বানাতে হবে। **
৪) মাচা করে ঘর করতে হবে না হলে রোগ বালাই লেগেই থাকবে।
৫) ঘর করার পরে খাবার ট্রে পানির ট্রে বানাতে হবে
৬) নতুন ঘর এবং সকল পাত্র কে ফিউমিগেশন/জীবাণু নাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৭) ঘাসের জমি তে ঘাস লাগানোর পরে সঠিক পরিচর্যা করতে হবে এবং যত কম পারা যায় রাসায়নিক সার ব্যবহার কম করতে হবে। জৈব সার ব্যবহার করতে হবে।
৮) ঘাস খাবারের উপযুক্ত হলে ছাগল কেনার জন্য প্লান করতে হবে।
৯) খামার থেকে সংগ্রহ করা সবথেকে ভালো, যদি আশেপাশে খামার না থাকে তা হলে বিভিন্ন হাটে ঘোরাঘুরি করতে হবে। তবে যে এলাকায় ৩/৪ মাসের মধ্যে পিপি আর এর প্রাদুর্ভাব ছিল ওই এলাকা থেকে না কেনাই ভালো।
১০) ছাগল কেনার সময় গ্রাম্য ছাগল পালনকারী অথবা অভিজ্ঞ দালালের সাহায্য নিতে পারেন।
১১) ছাগল কিনেই খামারের মুল ঘরে উঠাবেন না, প্রাথমিক ঘরে ৭ দিন রেখে পর্যবেক্ষণ করে ছাগলের উকুন এবং কৃমি নাশক দিতে হবে। টিকার তথ্য না পাওয়া গেলে টিকা দিয়ে দিতে হবে।
১২) ছাগল খুতখুতে প্রানী তাই জোর করে নতুন খাবারে অভস্ত্য করার আগে তাকে খামারের পরিবেশে মানিয়ে নিতে সময় দিন।
চলবে……
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply