আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উক্ত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় আছে বলেই মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে বিভিন্ন দলের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারাই ক্ষমতায় আসুক দেশের উন্নয়ন যেন থেমে না যায়। বাংলাদেশ যেন পিছিয়ে না যায়। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ভোট দিয়েছে। তাদের আশা পূরণে আপনাদের কাজ করতে হবে।
তিনি বলেন, ‘যেই সরকার গঠন করুক না কেন তারা নিজেদের সম্পদশালী না করে যেন জনগণকে সম্পদশালী করে। তাহলে দেশের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। জনগণ যেন সম্পদশালী হয় সে দিকে লক্ষ্য রেখে আপনাদের কাজ করে যেতে হবে।’
স্থানীয় সরকার সচিব ড. জাফর আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্ষমতার উৎসের লোভে না পড়ে নির্বাচিতদের জনগনের কথা মাথায় রেখে কাজ করে যাওয়া উচিৎ। কারন সকল ক্ষমতার উৎসই জনগন। জনসাধারন বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করেই উক্ত প্রার্থীদের নির্বাচন করেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply