নিয়ামতুল্লাহ ইমন,জয়পুরহাট প্রতিনিধিঃবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এবং জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ প্রযোজনায় পাঁচ দিনব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিসিকের মহাপরিচালকসহ জয়পুরহাট জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক জনাব মোঃ আখতারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণে আসা নবীন উদ্যোক্তাদের শিল্পোন্নয়নের ব্যাপারে নানা রকম দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন বিসিক কর্মকর্তাবৃন্দ, তারা বলেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিল্প উন্নয়ন এর কোন বিকল্প নেই, কৃষি কাজের মাধ্যমে আমাদের দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে পারবো না, বরং দেশকে উন্নত করতে হলে অবশ্যই আমাদের জিডিপির 80% শিল্প খাত থেকে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আর তাই সকলকে কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে দেশের জিডিপি বৃদ্ধির জন্য অবদান রাখার জন্য আহ্বান জানান তারা। পাঁচ দিনের এই শর্ট কোর্সে ট্রেনার হিসেবে ছিলেন জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর ইলেকট্রিক্যাল প্রধান জনাব জি এম সুলতান, তিনি বলেন পাঁচ দিন অনেক কম সময়ে তা সত্ত্বেও এই স্বল্প সময়ে আমরা হাউজ ওয়ারিং এর যাবতীয় খুঁটিনাটি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি, সকলেই তাদের নিজ নিজ অবস্থান থেকে একজন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করবেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply