হাদীস: হযরত উম্মে সালামা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত আনাস (রা) এর মাতা উম্মে সোলায়ম (রা) রাসূলেপাক (সাঃ) এর খেদমতে হাযির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ! মহান আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। তাই আমার প্রশ্ন হচ্ছে মহিলাদের ‘স্বপ্নদোষ দেখা দিলে তাদের গোসল করতে হবে কিনা? উত্তরে নবী করীম (সাঃ) বললেন, হ্যাঁ বীর্য দেখা গেলে গোসল করা ফরয হবে।
তা শুনে উম্মে সোলায়ম (রা) লজ্জায় তার মুখ ঢেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ! মহিলাদের কি স্বপ্নদোষ হয়ে থাকে? তিনি বললেন, নিশ্চয়িই, মহিলাদের স্বপ্নদোষ না হলে সন্তান কিভাবে মায়ের আকৃতি পায়?
লজ্জার জন্য অন্যকে প্রশ্ন করার অনুরোধ করা:
হাদীস: হযরত আলী ইবনে আবু তালেব (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমার শরীর হতে অত্যধিক পরিমাণ মযী বের হতো। রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে সে বিষয় মাসআলা জিজ্ঞেস করতে আমি লজ্জা বোধ করলাম। কেননা তিনি আমার শ্বশুর।
আমি হযরত মেকদাদ (রা) কে এ বিষয় জিজ্ঞেস করার জন্য অনুরোধ করলাম। হযরত মেকদাদ (রা) জিজ্ঞেস করল, রাসূলেপাক (সাঃ) উত্তর দিলেন পুরুষাঙ্গ ধুয়ে ফেল এবং অযু করে নাও গোসল করতে হবে না।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply