নিয়ামতুল্লাহ্ ইমন, জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটে গুগল লোকাল গাইডসের ম্যাপ অ্যাক্সেসিবিলিটি মিটাপ অনুষ্ঠিত হয়েছে লোকাল গাইডস বাংলা এর ফাউন্ডার ও এডমিন শাফিউল বাশার এর উপস্থিতিতে এই অনুষ্ঠিত হয়। অ্যাক্সেসিবিলিটি মিটআপে জয়পুরহাট শহরের যে সকল বিল্ডিংয়ে হুইলচেয়ার নিয়ে প্রবেশের জন্য র্যাম্প আছে, সেগুলো হুইলচেয়ার অ্যাক্সেসিবল বলা হয় ও সে সকল বিল্ডিংয়ে হুইল চেয়ারের লোগো সম্বলিত গুগল ম্যাপসের স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
যে সকল বিল্ডিংয়ে হুইলচেয়ার অ্যাক্সেসিবল নয় সেই সকল বিল্ডিংয়ের মালিকের সঙ্গে সমাজের এই অসহায় মানুষগুলোর পথ চলা যেন সুবিধের হয় এজন্য হুইল চেয়ার নিয়ে প্রবেশের মত ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়। সকাল 11 টা থেকে শুরু হয়ে শহরের মেইন রোডের ওয়েস্টার্ন প্লাজা থেকে শুরু করে সওদাগর বাজার পর্যন্ত বিভিন্ন মার্কেট, ব্যাংক, ও রেষ্টুরেন্টে এই ষ্টিকারগুলো লাগানো হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply