বৈশাখ মাস। কাল বৈশাখীর দেখা মেলছে তাই নিয়মিত, যেকোনো সময়ে। ঝড়ে ক্ষয়-ক্ষতি হচ্ছে বাড়ি-ঘরের, মারা যাচ্ছে মানুষও।
এবার ঝড়ের কারনে বন্ধ হল স্কুল। কালবৈশাখী ঝড়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একটি স্কুল বিধ্বস্ত হয়ে পাঠদান বন্ধ রয়েছে। উপজেলার দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় শুক্রবার রাতের ঝড়ে ভেঙে পড়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান।
চর মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইমান আলী বলেন, ঝড়ে বিদ্যালয়ে আধা পাকা ভবন ভেঙে গেছে। টিনের চাল উড়ে গিয়ে অন্য স্থানে পড়েছে। ফরিদ উদ্দিন বলেন, দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ে ৪৫০জন শিক্ষার্থী রয়েছে। এই অবস্থায় পাঠদান অসম্ভব। রোদ-ঝড়-বৃষ্টির এ মৌসুমে খোলা আকাশের নিচেও পাঠদান অনিশ্চিত। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেন, বিদ্যালয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। শিক্ষার্থীদের যাতে পাঠদান বন্ধ না হয় সে ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত কমলনগর ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়।
কমলনগর উপজেলার চর মার্টিন, চর লরেন্স, তোরাবগঞ্জ, হাজিরহাট ও মেঘনা উপকূলীয় ফলকন, সাহেবেরহাট ও চর কালকিনি ইউনিয়নে ঝড়ে প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক গাছ। শিলাবৃষ্টিতে সয়াবিন, বাদাম, মরিচ, শাক-সবজিসহ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়-বৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজন জনসচেতনতা এবং সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সাহায্য নিয়ে এগিয়ে আসা দরকার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply