বামিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার (২ জুলাই) ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগাররা। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।ইতিমধ্যে এ ম্যাচের টস সম্পর্ন হয়েছে। আজকের এই ম্যাচে টস ভাগ্য ছিলো টাইগার কপ্তান মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
টাইগার একাদশে আজ দুটি পরিবর্তন হয়েছে। আফগানদের বিপক্ষে চোটের কারণে খেলতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে সাব্বির রহমান। আর মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে ঢুকেছেন পেসার রুবেল হোসেন।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ভারতের একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ট, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামী, ইউজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply