দীর্ঘ ২৮ বছর পর আগামী সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে প্রত্যেকটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার ঢাবি এলাকা পরিদর্শনকালে সংবাদকর্মীদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার।
এসময় তিনি আরো বলেন, নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি এলাকাকে এরইমধ্যে আমরা তল্লাশি ও নজরদারির আওতায় এনেছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ক্যাম্পাসের প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মিছিলে মিছিলে মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার সকাল থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply