বিশ্বকাপ এর শুরুটা এর চেয়ে বাজে হতে পারতো না আর্জেন্টিনার জন্য। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ড্র, ২য় টিতে অস্বাভাবিক হার। শুধু মেসি নন, কোচ সাম্পাওলিও যেন নিজেকে হারিয়ে খুঁজছেন।
একের পর এক ভুল পরিকল্পনার মাসুল দিতে হচ্ছে দলকে। আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছে না ম্যারাডোনার উত্তরসূরিরা। চরম মাত্রায় লেগে গেছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোদের। তাকে বরখাস্ত না করলে সেই ম্যাচে খেলবেন না তারা। এমনকি অবসরের হুমকিও দিয়েছেন তারকা ফুটবলাররা।
গতকাল আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে সুপার ঈগল নাইজেরিয়া। এতে দ্বিতীয় পর্বে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। পরের ম্যাচে সুপার ঈগলদের হারাতে পারলেই শেষ ষোলোতে পা রাখবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কোচ সাম্পাওলির সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বটা মূলত কৌশল নিয়ে। মেসিদের অভিযোগ, কোচের উদ্ভট ট্যাক্টিকসের সঙ্গে খাপ খাওয়াতে না পারাতেই তাদের এমন করুন পারফরম্যান্স। কৌশল বদলাতে বললেও অনড় থেকেছেন সাম্পাওলি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নাকি তাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। চরম ব্যর্থতার পর শোনা যাচ্ছে, দলের প্রধান খেলোয়াড়দের প্রাধান্য দিতে সাম্পাওলিকে ছাঁটাই করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
তাও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হোর্হে বুরুচাগা। বুরুচাগা জাতিতে আর্জেন্টাইন। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ে তার ছিল অসামান্য অবদান।
এবার সময়ের অপেক্ষা। দেখার বিষয় আর্জেন্টাইন সাবেক এ খেলোয়াড় দেশের জন্য, মেসিদের জন্য কতটা করতে পারেন।
নাহলে যে গোঁড়াতেই শেষ হয়ে যাবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কে জানে, হয়তো মেসির হাতেও আর কখনো উঠবে না বিশ্বকাপ।
শুধু আর্জেন্টাইন ভক্ত কেন, গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা নিশ্চয়ই সেটি চাইবেন না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply