হাদীস: সাঈদ ইবনে আবদুর রহমান তাঁর পিতা আবদুর রহমান হতে বর্ণনা করেন, একবার এক ব্যক্তি হযরত ওমর ইবনে খাত্তাব (রা) এর খেদমতে উপস্থিত হয়ে বললেন। আমি অপবিত্র হয়েছি অর্থাৎ আমার গোসল ফরজ হয়েছে। কিন্তু আমার কাছে কোন পানি নেই। এখন আমি কি করব? ইবনে খাত্তাব (রা) কে বললেন। আপনার কি মনে নেই।
আপনি এবং আমি এক সফরে ছিলাম তারপর আমরা যখন অপবিত্র হলাম তখন আপনি তো নামাযই পড়লেন না। আর আমি মাটির সাথে ওলটা-পালটা খেলাম। তার পর নামায আদায় করলাম। অতঃপর উক্ত ঘটনা আমি রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে প্রকাশ করলাম। রাসূলেপাক (সাঃ) আমার কথা শুনে বললেন, তোমরা তো এরূপ করলেই যথেষ্ট হতো।
অতঃপর রাসূলেপা (সাঃ) আমাকে তায়াম্মুমের বাস্তব অবস্থা দেখাবার জন্য তার উভয় হাতলী মাটিতে মারলেন এবং এতে ফু দিলেন। তারপর তার উভয় হাতলী মুবারক দিয়ে তাঁর মুখমন্ডল এবং উভয় হাত মাসেহ করলেন।
দীর্ঘ দিন তায়াম্মুম করা প্রসঙ্গে:
হাদীস: হযরত শকীক ইবনে সালামাহ (রা) বলেন, একবার আমি হযরত আবু মূসা আশয়ারী এবং হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) এর খেদমতে হাযির হলাম। তখন হযরত আবু মূসা আশয়ারী (রা) হযরত ইবনে মাসউদ (রা) কে জিজ্ঞেস করলেন যদি কোন ব্যক্তি অপবিত্র হয় এবং একমাস পর্যন্ত পানি না পায় সে কি তায়াম্মুম করবে।
এরূপ নামায আদায় করবে? তখন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বললেন, যদি সে দীর্ঘ একমাস পর্যন্ত পানি না পায় তায়াম্মুম করবে না। তথন হযরত আবু মূসা আশয়ারী (রা) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) কে বললেন, তা হলে আপনি সূরায়ে মায়েদার (যদি তোমরা পানি না পাও, তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কর।
এ আয়াত সর্ম্পকে কি বলবেন? তখন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন যদি লোকদেরকে এতো সুযোগ দেয়া হয় তা হলে অবস্থা হবে, যখন লোকদের কাছে পানি ঠান্ডা লাগবে তখন তারা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। তখন আমি বললাম, এ কারনেই কি আপনি তায়াম্মুম অপছন্দ করেন?
অতঃপর হযরত আবু মূসা আশয়ারী (রা) বললেন, আপনি কি শুনেন নি? হযরত আম্মার (রা) হযরত ওমর (রা) কে যা বলেছিলেন আর তা হলে হযরত রাসূলুল্লাহ (সাঃ) আমাদেরকে কোন এক বিশেষ প্রয়োজনে পাঠিয়েছিলেন অতঃপর আমি অপবিত্র হওয়ায় পবিত্র মাটির সাথে গড়াগড়ি করলাম যেমন চতুষ্পদ জীবজন্তু গড়াগড়ি খায়।
অতঃপর আমি এ ঘটনা রাসূলুল্লাহ (সাঃ) কে বললে, তিনি বলেছিলেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট হতো। অতঃপর রাসূলেপাক (সাঃ) নিজের উভয় হাত মাটিতে মারলেন এবং ঝেড়ে নিলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতের পিঠ এবং বাম হাত দিয়ে ডান হাতের পিঠ মাসেহ করলেন এবং উক্ত হাত দিয়ে মুখমন্ডল ও মাসেহ করলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply