ইংরেজি পাক্ষিক বাংলাদেশ মনিটরের আয়োজনে গত বৃহস্পতিবার শুরু হয় আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্র্যাভেল মার্ট। এ মেলায় এবার ৪৮টি দেশি-বিদেশি পর্যটন সংস্থা, বিমান পরিবহন সংস্থা, ট্র্যাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট অংশ নেয়।
সাড়ে চার কোটি টাকার পণ্য ও সেবা বিক্রির মধ্য দিয়ে ঢাকার সোনারগাঁও হোটেলে শেষ হল তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্র্যাভেল মার্ট।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনে ১৫ হাজারের বেশি দর্শনার্থী এবারের মেলায় আসেন। তারা সাড়ে চার কোটি টাকার পণ্য ও সেবা কেনেন, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।
ঢাকা ট্র্যাভেল মার্টে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টলে স্টলে ছিল অফার আর মূল্যছাড়ের ছড়াছড়ি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ ও নভোএয়ার এই মেলায় বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে তিন কোটি টাকার টিকেট বিক্রি করেছে এ মেলায়।
দেশীয় এই বিমান পরিবহন সংস্থাগুলো মেলার দর্শনার্থীদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছিল।
এ ছাড়া শীর্ষস্থানীয় ট্র্যাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরাও বিভিন্ন গন্তব্যের এয়ারটিকেট বিক্রয় করেছে। ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিংসহ বিভিন্ন সেবার জন্য দেড় কোটির বেশি টাকার অর্ডার পেয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর তত্ত্বাবধানে সেসব দেশের ট্যুর অপারেটর ও পর্যটন সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, রাশিয়াসহ বিভিন্ন দেশের ৪০ জন ব্যবসায়ীও মেলা উপলক্ষে ঢাকায় এসেছিলেন।
আয়োজকরা বলছেন, মেলায় থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, ভুটান, শ্রীলঙ্কার স্টলে দর্শনার্থীর ভিড় ছিল বেশি। আর দেশের ভেতরে সুন্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও সিলেটের ট্যুর প্যাকেজ নিয়ে আগ্রহ বেশি দেখা গেছে।
মেলার সমাপনী দিনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে নৌ-পর্যটন’ বিষয়ে একটি সেমিনার হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী মো. নাসির উদ্দিন।
এ ধরনের মেলা আয়োজনে দেশ-বিদেশের পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply