তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির গাজা অফিসে শনিবার বোমা হমালা চালিয়েছে ইরসাইল। রোববার এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম।
আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানায়, হামলা চালানোর আগে সতর্কতা মূলক গুলি ছুড়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এরপর তারা ভবনটিতে বিমান দিয়ে হামলা চালায়। হামলায় আনাদোলু এজেন্সি ভবন ধসে পড়েছে। তরে এই হামলায় কোনো সাংবাদিক আহত হননি।
হামলার তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ‘আনাদোলু এজেন্সির গাজা কার্যালয়ে হামলা সত্ত্বেও তুরস্ক ও আনাদোলু এজেন্সি ইসরাইলের সন্ত্রাসবাদ সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করে যাবে। এতে আমরা পিছপা হবো না।
এ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কালুসোগলু বলেন, ‘ইসরাইল আনাদোলু এজেন্সির গাজা কার্যালয়ে হামলা চালিয়ে আগ্রাসনের নতুন উদাহরণ সৃষ্টি করল।
তিনি আরও বলেন, ‘ইসরাইল ফিলিস্তিনি নিরপরাধ মানুষের উপর নির্বিচারে হামলা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে।তাদেরকে যারা এই কাজে উৎসাহ যোগাচ্ছে তারাও অপরাধী।’
এদিকে ইসরাইলের বিমান হামলায় গাজায় মা ও শিশু নিহতের কথা অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।
রোববার মা ও শিশু নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করে ইসরাইলি সেনারা বলেছে,এই মৃত্যুর জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দায়ী।
তুরস্ককে এসইউ-৫৭ যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া
রাশিয়া তুরস্ককে এসইউ-৫৭ যুদ্ধবিমান দিতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার রোসটেক কর্পোরেশনের প্রধান নির্বাহী সের্গেই চেমাজোভ। তুরস্কের বার্তা সংস্থাকে আনাদোলু দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন,আমেরিকা তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করতে অস্বীকৃতি জানালে মস্কো আঙ্কারাকে এসইউ-৫৭ যুদ্ধবিমান দেবে। কারণ রাশিয়ার পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান অত্যাধুনিক মান বজায় রাখার পাশাপাশি রপ্তানিযোগ্য সমরাস্ত্রের যোগ্যতা অর্জন করেছে।
চেমাজোভ বলেন, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কেনায় তুরস্ক যে সততার পরিচয় দিয়েছে তাতে মস্কো আঙ্কারার প্রতি কৃতজ্ঞ। এ জন্য তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্রয়ের তুর্কি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে আমেরিকা।
ওয়াশিংটন আঙ্কারাকে হুমকি দিয়ে বলেছিলো, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল না করলে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি বাতিল করে দেবে ওয়াশিংটন।
আমেরিকার এ হুমকির প্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনেছি ভবিষ্যতে এস-৫০০ কিনবো। সূত্র: এএফপি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply