বৃহস্পতিবার (১০ মে) সোয়া ১১টার দিকে কালো আকাশ ভেঙে নামে বৃষ্টি। সঙ্গে শুরু হয়ে ঝড়ো হাওয়া। দিনের বেলায় যেন রাত নেমে এসেছিল রাজধানী জুড়ে।
এমন দৃশ্য রাজধানীবাসী দেখেনি অনেকদিন। সকাল সাড়ে ১০টার দিক থেকে মেঘে ঢাকতে শুরু করে ঢাকার আকাশ। মুহূর্তে সেই মেঘ পরিণত হয় কালো বজ্রমেঘে। দিনেই রাতের মতো কালো আঁধার নেমে আসে রাজধানীর বুকে। হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
নিমিষেই রাস্তাঘাট ফাঁকা হতে দেখা গেছে। কালো মেঘ নামলেও দিনের আলোয় এতো ঘন কালো অন্ধকার খুব পরিচিত নয় শহুরে মানুষের কাছে।
এ অবস্থায় জনসাধারণকে একটু সচেতনতা অবলম্বন করা উচিৎ। খোলা জায়গায় না থেকে কোনো কিছুর নিচে অবস্থান করতে হবে। বৈদ্যুতিক খুঁটির আশেপাশে না দাঁড়ানো ভালো। বজ্রপাত থেকে কেবল সাবধানতাই আমাদের রক্ষা করতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply