হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) প্রাকৃতিক প্রয়োজনের বের হলে আমি তার অনুসরণ করলাম। রাসূল (সাঃ) এদিক ওদিক তাকাতেন। যখন আমি তার খুব কাছাকাছি হতাম। তখন আমাকে বললেন আমাকে কিছু পাথর কুড়িয়ে দাও। তা দিয়ে আমি ইসতি করব।
আমার ইসতিঞ্জার জন্যে হাড় বা গোবর আনবে না। আমি কাপড়ের কোচায় করে কয়েকটি পাথর এনে তার পাশে রাখলাম এবং তার কাছ থেকে দূরে সরে গেলাম। তিনি প্রয়োজন শেষে সেগুলো ব্যবহার করলেন।
হাদীস: হযরত আবদুল্লাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) একবার শৌচ কাজে যাবার সময় তিনটি পাথর কুড়িয়ে আনতে বললেন। আমি দুটি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্যে অনেক খোজাখুজি করলাম কিন্তু পেলাম না।
তাই একখন্ড গোবর নিয়ে তার নিকট গেলাম। তিনি পাথর দুইখন্ড নিলেন। এবং গোবর খন্ড ফেলে দিয়ে বললেন। এটা অপবিত্র।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply