রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির সময় অল্পের জন্য রক্ষা পেল এক কিশোরী (১৫)। এ ঘটনায় এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
দৌলতদিয়ার যৌনপল্লী এলাকার ১নং গেটের পাশে কুষ্টিয়া- চুয়াডাঙ্গা বোর্ডিংয়ের সামনে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আটক মিজানুর রহমান ওরফে জিয়ারুল ইসলাম (৩৬) রাজশাহী জেলার বাঘা উপজেলার লক্ষীনগর গ্রামের তফিল উদ্দিন গারোয়ানের ছেলে।
বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক মিজানুরকে রাজবাড়ী আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতারণার শিকার ওই কিশোরী জানায়, মিজানুর রহমানের সাথে এক মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বুধবার দুপুরে আশুলিয়া থেকে প্রথমে বাসে এবং পরবর্তীতে ফেরি পার করে এখানে নিয়ে আসে।
সে আমার সাথে প্রেমের নামে প্রতারণা করেছে। আমি গোয়ালন্দ থানা পুলিশের কাছে চিরকৃতজ্ঞ। তারা সময়মতো উপস্থিত না হলে হয়তো আমাকে চিরদিনের জন্য অন্ধকার জগতে পড়ে থাকত হতো।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় মিজানুর রহমানকে হাতে-নাতে আটক করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আরও ২/৩ জন জড়িত আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামি মিজানুরকে গ্রেফতার দেখিয়ে রাজবাড়ী আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply