কামরান আহমেদ রাজীব, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মেয়াদ উত্তীর্ণ ফিজিশিয়ান শ্যাম্পল,নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মূল্যতালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে কুষ্টিয়া ভোক্তা অধিকারের সহকারি
পরিচালক সেলিমুজ্জামান। সোমবার দুপুরে জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করাা হয় । কুষ্টিয়া ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সেলিমুজ্জামান জানায়, আল্লারদর্গা বাজারে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান শ্যাম্পল পাওয়ার অভিযোগে আখি ফার্মেসি মালিক মোঃ মাহবুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা, নোংরা পরিবেশে
খাদ্যপণ্য তৈরি ও মূল্যতালিকা না থাকার জন্য মোহাম্মদ হোটেল মালিক মোঃ আব্দুল গনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা,পাবনা সুইট এর প্রতিনিধি মোঃ সাইদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৮ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply