কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃ ২০১৯ সালের সংসদ নির্বাচনী ইস্তেহারে সরওয়ার জাহান বাদশাহ’র ঘোষনা ছিল দুর্নীতি ও মাদকমুক্ত দৌলতপুর গড়ার। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবার পর সবচেয়ে দূর্নীতিগ্রস্থ রেজিষ্ট্রি অফিসের ঘুষ-দূর্নীতি মুক্ত করে সারাদেশে ব্যাপক অালোড়ন সৃষ্টি করেছেন। মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও প্রচারাভিযান চালিয়ে সহনীয় পর্যায়ে
এনে জনজীবনে স্বস্তি এনেছেন। গুনগত শিক্ষার জন্য ঘোষনা দিয়েছেন শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে, উৎকোচ নিয়ে নয়। জনশ্রুতি অাছে, উপজেলার অারেকটি বড় দূর্নীতিগ্রস্থ জায়গা স্থানীয় সরকার বিভাগ। এখানে গুটি কয়েক ঠিকাদার ও প্রকৌশলীর যোগ সাজসে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেখানেও দূর্নীতি দমন কমিশন অভিযান চালাচ্ছে, জনগনের প্রত্যাশা যথাযথ সঠিক তদন্তের
মাধ্যমে দোষীদের অাইনানুগ ব্যবস্থা নিবে। দোষী ব্যক্তিদ্বয় যতই প্রভাবশালী হোক এবার তারা যেন ছাড় না পায়।
কার্টেসীঃমহিদুজ্জামান (মহব্বত) এর ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply