দ্বিতীয় মেয়াদে ফিফার সভাপতি হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান পদে এই সুইস-ইতালিয়ান ফুটবল কর্মকর্তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
আর কোনো প্রার্থী না থাকায় ভোট ছাড়াই বুধবার প্যারিসে ফিফার গভর্নিং বডির কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর আবারও সভাপতি হওয়ার ঘোষণা দেওয়া হয়। আগামী চার বছর এই দায়িত্বে থাকবেন তিনি।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১৮ বছর সভাপতির দায়িত্বে থাকা জেপ ব্লাটারের জায়গায় দায়িত্ব পান ইনফান্তিনো। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দেশের অংশগ্রহণের সিদ্ধান্ত প্রথম মেয়াদে তার নেওয়া অন্যতম বড় পদক্ষেপ। আবারও দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইনফান্তিনো।
তিনি বলেন,যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ঘৃণা করেন, আজ আমি সবাইকেই ভালোবাসি। আপনারা আস্থা রাখায় আমি খুব গর্বিত। আজ সবকিছুই খোলামেলা ও স্বচ্ছ। ফিফাতে অনৈতিক কিছু করতে গোপনে টাকা দেওয়া সম্ভব নয়। এখানে দুর্নীতির কোনো জায়গা নেই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply