চলতি বছরে প্রায় ৩৯ বিলিয়ন ইউ এস ডলার যোগ করে সেরা ধনীদের তালিকায় উঠে এসেছেন সত্তর বছর বয়সী ফ্রান্সের বার্নার্ড আরনল। আর এর ফলে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ট্র্যাকারে পিছিয়ে গেলেন মাইক্রোসফ্ট কর্প-এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। গত সাত বছরে ২ নম্বরের নিচে কখনো নামেনি সাবেক শীর্ষ ধন কুবের। অবশেষে সেই রেকর্ড ভাঙল।
বর্তমানে বিপুল অর্থের মালিক ফ্রান্সের বার্নার্ড আরনল বিলিওনেয়ার ইনডেক্সে দ্বিতীয় স্থানে। তিনি মঙ্গলবার শেয়ার বাজারে পিছনে ফেলে দেন বিল গেটস-কে। এদিন আরনলের নেট ওয়র্থ গিয়ে দাঁড়ায় ১০৭.৬ বিলিয়ন মার্কিন ডলারে। বিল গেটসের তুলনায় যা প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বেশি। বুধবারও বাড়ে শেয়ার দর। প্যারিসের স্থানীয় সময় বেলা ১.৫৪-এ প্রায় ০.৭ শতাংশ বাড়ে আরনলের সংস্থার শেয়ার দর।
ব্লুমবার্গের র্যাংকিং-এ যে ৫০০ জনের নাম রয়েছে, তাঁদের সবার মধ্যে আরনলের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি সবচেয়ে বেশি। বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধির পর, জেফ বেজস এবং বিল গেটস-এর সঙ্গে একসাথে উচ্চারিত হবে ৭০ বছরের আরনলের নামও।
Leave a Reply