
টিটন দাস, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামে আজ রবিবার দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিদ্যুৎমিস্ত্রি মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী রায়পুর উপজেলার মূর্তজ আলী
মেম্বারের ছেলে বাহা উদ্দিন (৪৫)। জানা গেছে, রবিবার সকালে বাহাউদ্দিন বিদ্যুতের কাজ করতে থোল্লাকান্দি গ্রামের রশিদ মিয়ার বাড়িতে যান। সেখানে বিদ্যুতের কাজ করার সময় রবিবার দুপুরে বিদ্যুপৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় সলিমগঞ্জ একটি প্রাইভেট
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাহাউদ্দিন গণিশাহ্ মাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
Leave a Reply