হাদীস: হযরত আবু মূসা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেছেন, আল্লাহ আমাকে যে হেদায়েত ও এলেম সহকারে প্রেরণ করেছেন তার উদাহরণ হলো অধিক বৃষ্টি বর্ষণের মতো, যা একটি যমিনের উপর বর্ষিত হচ্ছে, তার কিছু অংশ ভাল, যার ফলে পানি গ্রহণ করে নিয়েছে।
এর একটি অংশ ছিল নীচু। সেখানে সে পানি আটকে নিয়েছে। অর্থাৎ জমা হয়ে রয়েছে। সুতরাং উক্ত জমাকৃত পানি দিয়ে মহান আল্লাহ তা‘য়ালা লোকদেরকে উপকার করলেন, তা হতে লোকেরা পানি পান করল, জীব-জন্তুদেরকে পানি পান করালে ক্ষেত-খামারের কাজে পানি ব্যবহার করল।
আবার এ বৃষ্টির পানি এমন কিছু পাথর যুক্ত ময়দানে বর্ষিত হলো, যেখানে পানি ধারন করে রাখার ক্ষমতা নাই এবং তথায় কোন ঘাস ও উৎপন্ন হয় না। সুতরাং ঐ বৃষ্টির পানির উদাহরণ হলো ঐ ব্যক্তির সাথে, যাকে মহান আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন এবং আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন তা দ্বারা সে উপকৃত হয়েছেন।
তাই সে নিজে তা শিক্ষা গ্রহণ করল এবং অপর ব্যক্তিকে ও শিক্ষা দান করল। পরের বৃষ্টির উদাহরণ হলো ঐ ব্যক্তির সাথে, যে ব্যক্তি কখনো ধর্মীয় জ্ঞানের দিকে লক্ষ্য করেনি এবং মহান আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন তা হতে ও সে কিছু কবুল করেনি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ শাকিল আহমেদ মোহন
Leave a Reply