ইন্দোনেশিয়া, মালেশিয়ার ও থাইল্যান্ডের জনপ্রিয় ও জাতীয় খেলা সেপাক টাকরো খেলাটি নাটোরের গুরুদাসপুর খুবজিপুর মাঠে দুইদিন ব্যাপী লীগ পর্যায়ের জাতীয় সিরিজ-১ সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ-২০১৯ খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা নাটোরের আয়োজনে অনুষ্ঠিত সেপাক টাকরো ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানের সভাপতি নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর অতিরিক্ত সচিব কে এম আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইদুর রহমান,নাটোর জেলা ক্রীড়া সংস্থার
সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ। লীগ পর্যায়ের দুই ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রেগু ইভেন্টের ফাইনাল খেলায় ২১ পয়েন্টের তিন গেমের খেলায় খুলনা জেলা দল ২-১ব্যবধানে সাতক্ষিরা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে ডবল ইভেন্টের খেলায় চট্টগ্রাম জেলা দল ২-১ ব্যবধানে নাটোর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি উভয় খেলার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কের হাতে টপি তুলে দেন।
উল্লেখ্য যে উক্ত খেলায় বাংলাদেশের ১০টি জেলার খেলোয়াড়গণ অংশগ্রহণ করে। খেলায় প্রতিটি দলের মোট ৫জন করে খেলোয়াড় থাকে। খেলায় সার্বিক সহযোগিতা করেন গুরুদাসপুর উপজেলা ক্রীড়া সংস্থা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply