নাটোরের বড়াইগ্রামে রামু চন্দ্র দাস (৩৭) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় অটোরিকশায় থাকা একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে তারা।
শনিবার রাত ১১ টার দিকে বড়াইগ্রাম উপজেলার কারবালা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক নাটোর সদর উপজেলার মল্লিকহাটি মহল্লার বাবুল চন্দ্র দাসের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, নাটোরের একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধি সারা দিন বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন দোকানে তাদের মালামাল বিক্রয় শেষে অটোরিকশা যোগে নাটোর শহরে ফিরছিলেন।
পথে উপজেলার বনপাড়া-নাটোর মহাসড়কের কারবালা নামক স্থানে কয়েকজন ছিনতাইকারী তাদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা চালক এবং ওই বিক্রয় প্রতিনিধির গলায় ধারালো অস্ত্র ধরে টাকা পয়সা কেড়ে নিতে চাইলে চালক রামু চন্দ্র দাস এর প্রতিবাদ করেন।
এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রামু চন্দ্র দাসকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনার পর পরই বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ছিনতাইকারীদের আটকের জন্য অভিযান শুরু করেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply