নাটোরে কৃষি জমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বুধবার নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু ও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু হাসান দিনভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সদর উপজেলার নেপালদিঘী ও করোটা এলাকায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে দুইজনকে কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী শহরের কানাইখালিস্থ মৃত্য মসলেম উদ্দিনের ছেলে ডক্তার হাসান প্রিন্স এর কাছে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড প্রাপ্তরা হলেন, সদর উপজেলার আচড়াখালি গ্রামের নাসির মন্ডলের ছেলে হাসান(২৮) এবং ছোট হড়িশপুর গ্রামের মৃত্য নাজিম উদ্দিনের ছেলে নাঈম হোসেন। এছাড়া পুকুর খননে ব্যবহৃত এক্সকভেটের অকেজো করতে ১০টি ব্যাটারি ও ২টি টুল বক্স জব্দ করা হয়ছে। ভ্রাম্যমাণ আদালতে নিবার্হী ম্যাজস্ট্রিটের দায়িত্ব পালন করেন সদর উপজেলা সহকারী কমশিনার (ভূমি) আবু হাসান।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাঈম হোসেনকে ৩দিন এবং হাসানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছারাও তেবাড়িয়া এলাকায় তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার সময় চারজনকে আটক হয়। এ রির্পোট লেখা পযর্ন্ত আটক চারজনের বিরুদ্ধে মোবাইল কোর্ট চলছিল।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply