নাটোরের লালপুরে ২৬৫০ লিটার ট্রেনের চোরাই জ্বালানী তেলসহ ৪জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ১১ দিকে উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার রইচ উদ্দিনের ছেলে চাঁন মিয়া(৪০), পাবনার ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর গ্রামের নুরু শেখের ছেলে বিপুল শেখ(৩০), আঃ রহিমের ছেলে মিজাউল ইসলাম(২৮) এবং পাবনার আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে সাহেদুল ইসলাম(১৯)।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর জানায়, ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসানের নের্তৃত্বে নাটোরের লালপুরে শ্রীরামগাড়ী এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানকালে ১৩টি ড্রামে রক্ষিত ২৬৫০ লিটার ট্রেনের চোরাইল জ্বালানী তেলসহ ৪জনকে গ্রেফতার করে র্যাব। এসময় জ্বালানী তেল বিক্রয়লব্ধ ৯৮০০/- টাকা, একটি ইজিবাইক জব্দ করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply