গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহমেদ লেলিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে আসামি গ্রেফতার করা হয়েছে। আজ তাকে কোর্টে চালানের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান,বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূর মা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতেই স্থানীয় তকিনগর বাজার থেকে আসামি ইলিয়াস আহমেদ লেলিনকে গ্রেফতার করা হয়। মামলায় বাদী উল্লেখ করেন, প্রায় সাত মাস আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বামী চাকরির জন্য ঢাকায় বসবাস করেন। আর গৃহবধূ শ্বশুর-শাশুড়ির সঙ্গে বসবাস করতেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে ইলিয়াস আহমেদ লেলিন প্রায়ই ওই গৃহবধূকে অনৈতক প্রস্তাব দিতো। গৃহবধূ তাতে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয় ইলিয়াস আহমেদ।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে লেলিন এসে গৃহবধূর দরজায় কড়া নাড়ে। এক পর্যায়ে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লেলিন গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে ঘর থেকে তুলে পাশের পুকুরের পাড়ে নিয়ে যায়। এ সময় ধর্ষণ চেষ্টার সময় গৃহবধূর চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করেন।গ্রেফতারকৃত লেলিন পাকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং স্থানীয় চকগোয়াস গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply