হাদীস: হযরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলেপাক (সাঃ) সূর্য ঢলার পর তার ঘর থেকে বের হয়ে আসলেন এবং তারপর যোহরের নামায আদায় করলেন। অতঃপর মিম্বরের উপর দাঁড়িয়ে কিয়ামত দিবসের কথা আলোচনা করলেন এবং সে দিনের বড় বড় ঘটনা সম্পর্ক আলোচনা করলেন।
তারপর তিনি বললেন, তোমাদের কারো কোন প্রশ্ন থাকলে আমার কাছে জিজ্ঞেস কর। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিব। যতক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়ানো আছি। তা শুনে উপস্থিত সাহাবীরা খুব বেশী করে ক্রোন্দন করতে লাগলেন।
এ দিকে নবী করীম (সাঃ) ও বেশী বেশী করে বলতে লাগলেন। তোমরা আমাকে প্রশ্ন করো তোমরা আমাকে প্রশ্ন কর। অতঃপর আবদুল্লাহ ইবনে হোযাকাহ (রা) দাঁড়ায়ে প্রশ্ন করলেন। ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা কে? উত্তরে নবী করীম (সাঃ) বললেন, তোমার পিতা ‘হোযাফাহ’।
তারপর ও তিনি বেশী করে বলতে লাগলেন তোমরা প্রশ্ন কর। অতঃপর হযরত ওমর (রা) হাটু ভেঙ্গে খুব বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ (সাঃ) আমরা আল্লাহকে আমাদের প্রভু হিসেবে, পবিত্র ইসলাম ধর্মকে আমাদের দ্বীন হিসেবে এবং হযরত মুহাম্মদ (সাঃ) কে আমাদের নবী রূপে মেনে নিয়েছি।
তা শুনে হুযুর (সাঃ) চুপ হয়ে গেলেন। অতঃপর বললেন এ মুহূর্তে আমার সামনে দেয়ালের পাশে বেহেশত ও দোযখকে হাজির করা হয়েছে। আমি বেহেশতের মতো উত্তম এবং দোযখের মতো খারাপ আর কোনা বস্তু কখনো দেখিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
Leave a Reply