ঘটনাটি চীনের। চীনের একটি কিন্ডারগার্ডেনে এক নারীর ছুরিকাঘাতে ১৪ জন শিশু নিহত হয়েছে।
বিবিসি জানায়, বানান জেলার ওই স্কুলে শুক্রবার সকালে এ হামলা হয়। ওই সময় শিশুরা মাঠে খেলছিল।
ঘটনাস্থল থেকে পুলিশ লিউ নামে ৩৯ বছরের এক নারীকে গ্রেপ্তার করেছে। ওই নারী রান্নাঘরের কাজে ব্যবহৃত ছুরি নিয়ে শিশুগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে।
শুরুতে হামলায় দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পুলিশ তা নাকচ করে দিয়ে জনগণকে ‘গুজবে কান না দেওয়ার’ অনুরোধ করেছে।
হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ। তবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে সরকারের প্রতি ক্ষোভ এ হামলার কারণ বলে ধারণা প্রকাশ করেছে।
সম্প্রতি চীনে স্কুলগুলোতে ছুরি হাতে হামলার পরপর কয়েকটি ঘটনা ঘটেছে।
গত এপ্রিলে চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশের ‘মিজহি কাউন্টি নাম্বার থ্রি’ সেকেন্ডারি স্কুলের বাইরে ছুরি হামলায় অন্তত ৭ শিক্ষার্থী নিহত এবং ১২ জন আহত হয়।
এই নির্মম হত্যাকান্ডের পেছনের কারণ যেটাই হোক না কেন, কখনোই ক্ষমার যোগ্য নয়। দোষীকে তাই কঠোর শাস্তি দেবে চীনের সরকার, এমনটাই আশা দেশটির জনসাধারণের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply