নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা থেমে নেই। বিভিন্ন সময়ে অভিযুক্তরা গ্রেফতার হলেও উপযুক্ত শাস্তির আওতায় আনার ব্যর্থতা রয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রে অপরাধী প্রভাবশালী হওয়ায় ছাড়া পেয়ে যাচ্ছে সহজেই।
এরই ধারাবাহিকতায় এবার রাজশাহীর বাঘায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনা ঘটলো। এতে প্রতিবাদ করায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের মধ্যে আজমল (২৬) ও সাজেদাকে (৪৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন হামিদুল হককে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর জখম ছাত্রলীগের নেতা সুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলার আলাইপুর গ্রামে এই ঘটনা ঘটে। সুজনের অবস্থা আশঙ্কাজনক। তার হাত ভেঙ্গে দেওয়া হয়েছে। পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এখন তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। তার নাম লালন। আলাইপুর গ্রামের বাশের সরদারের ছেলে সে।
এ ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি গভির উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের জন্য বাঘা থানা পুলিশকে নির্দেশ দেয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক হাবিবুল্লাহ জানান সুজনের অবস্থা আশঙ্কাজনক। নীবিড় পর্যবেক্ষনের রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত বলেও তিনি জানান।
বাঘা থানার ওসি (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামানিক জানান, এই বিষয়ে রাতেই বখাটে সবুজ, লাল মোহাম্মদ, সাদ্দাম, মাইনুল, মাহাবুর, লালন, তৌফিকুল, ইস্রাফিল, সনি, রবিসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে লালন নামের একজনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলেও জানিয়েছেন ওসি হীরেন্দ্রনাথ। তিনি বলেন, বখাটে সবুজসহ অন্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে বার বার। দেশের সাধারণ জনগন এমনটি চায় না। এদেরকে দ্রুত আইনের শাসনে নিয়ে আসতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply