বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের বাইপাস এলাকায় পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই মুক্তিযোদ্ধা ও মাইক্রোবাসের চালক।
বোদা থানার ওসি একেএম নূরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মির্জা আবুল কালাম দুলাল (৬৫) জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।
আহতরা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান (৬৪) ও মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরাইশী (৬৭) ও মাইক্রোবাসের চালক।
পুলিশ চালকের নাম-পরিচয় জানাতে পারেনি।
আহত আলাউদ্দিন ও ওয়ায়েসুল বলেন, তারা তিনজন মাইক্রোবাসে করে রংপুরে ভারতীয় ভিসা সেন্টারে যাচ্ছিলেন।
“বোদা বাইপাস এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাক উল্টো পথে এসে আমাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”
ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
ওসি নূরুল ইসলাম বলেন, আলাউদ্দিন ও ওয়ায়েসুকে পঞ্চগড় সদর হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর মাইক্রোবাসের চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেলেও চালককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
সড়কের নিরাপত্তা নিয়ে অনেক কথা উঠলেও সত্যি বলতে পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। এজন্যে কেবল আইন কিংবা দেশের প্রশাসনকে দোষী করলে হবে না। আমাদের চালক এবং যাত্রীদের অসচেতনতাই এর প্রধান কারন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply