হাদীস: উন্মুল মু’মিনীন হযরত মায়মুনা (রা) বলেন, হযরত নবী করীম (সাঃ) পবিত্রতা হাসিলের জন্য গোসল করলেন, প্রথমে নবী করীম (সাঃ) নিজ হাতে পুরুষাঙ্গ ধৌত করলেন তারপর হাত মুবারক দেয়ালের সাথে মালিশ করে ধৌত করলেন। অতঃপর নামাযের অযুর ন্যায় করলেন। তারপর গোসল থেকে সেরে উঠে পা মুবারক ধৌত করলেন।
রাসূল পাক (সাঃ) এর ১১ জন স্ত্রী ছিলো:
হাদীস: হযরত আনাস বিন মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলেপাক (সাঃ) নিজের পবিত্র স্ত্রীদের সাথে মিলনের জন্য রাতে অথবা দিনে পরস্পর যেতেন। তাদের সংখ্যা ছিল সর্বমোট ১১ জন। হযরত কাতাদা (রা) বলেন, আমি হযরত আনাস (রা)কে বললাম রাসূলেপাক (সাঃ) কি এতো শক্তি রাখতেন? উত্তরে তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে, রাসূলেপাক (সাঃ) কে ৩০ জন পুরুষের শক্তি দেয়া হয়েছিল।
পবিত্রতার জন্য চুল এবং চুলের গোড়া ভিজানো:
হাদীস: হযরত আয়েশা (রা) বলেন, রাসূলেপাক (সাঃ) এর অভ্যাস ছিল যখন তিনি অপবিত্র হতে পবিত্র হওয়ার জন্য গোসল করতেন। প্রথমে তিনি নিজের উভয় হাত ধৌত করে নিতেন। তারপর নামাযের অযুর ন্যায় অযু করতেন। অতঃপর গোসল করতেন।
তারপর নিজের হাতে মাথার চুল মুবারক এমন ভাবে খেলাল করতেন যতক্ষণ পর্যন্ত মাথার চামড়া ভিজে না যায়। তখন তিনবার করে মাথায় পানি ঢেলে দিতেন। অতঃপর সমস্ত চেহারা মোবারক ধৌত করে নিতেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply