বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের লড়াইয়ে বরাবরই উত্তেজনার পারদ থাকে চরমে। তবে এবার বিশ্বকাপ থেকে প্রোটিয়ারা আগেভাগেই বিদায় নেয়ায় সেই ঝাঁঝটা অন্তত থাকছে না। তবে চলুন জেনে নেয়া যাক, এই দুই দলের যত পরিসংখ্যান।
১. আগের ৯৯ দেখায় দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র ১ জয় বেশি অস্ট্রেলিয়ার। প্রোটিয়াদের ৪৭ জয়ের বিপরীতে অসিদের জয় ৪৮ ম্যাচে। বাকি ৪ ম্যাচের ৩টি টাই এবং ১টি পরিত্যক্ত হয়।
২. বিশ্বকাপেও জয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বমঞ্চে ৫ বারের দেখায় প্রোটিয়াদের ১ জয়ের বিপরীতে অসিদের জয় ৩ ম্যাচে। বাকি ম্যাচটি হয় টাই।
৩. দলীয় সর্বোচ্চ :
দক্ষিণ আফ্রিকা : ৪৩৮/৯, জোহানেসবার্গ, ২০০৬
অস্ট্রেলিয়া : ৪৩৪/৪, জোহানেসবার্গ, ২০০৬
৪. দলীয় সর্বনিম্ন :
দক্ষিণ আফ্রিকা : ৬৯/১০, সিডনি, ১৯৯৩
অস্ট্রেলিয়া : ৯৩/১০, কেপ টাউন, ২০০৬
৫. সর্বোচ্চ রান সংগ্রাহক
রিকি পন্টিং- ৪৮ ইনিংসে ১৮৭৯ রান
জ্যাক ক্যালিস- ৪৭ ইনিংসে ১৬৩৯ রান
৬. সেরা ইনিংস
কুইন্টন ডি কক- ১৭৮ রান, সেঞ্চুরিয়ন, ২০১৬
ডেভিড ওয়ার্নার- ১৭৩ রান, কেপ টাউন
৭. সর্বোচ্চ উইকেট শিকারি
শেন ওয়ার্ন- ৪৪ ইনিংসে ৬০ উইকেট
শন পোলক- ৪২ ইনিংসে ৫৫ উইকেট
৮. সেরা বোলিং
মাখায়া এনটিনি- ৬/২২, কেপ টাউন, ২০০৬
অ্যান্ডি বিচেল- ৫/১৯, সিডনি
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply